ইফতার মহফিল ও ওয়েবসাইট উদ্বোধন
প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ল' অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে আজকের দোয়া ও ইফতার মাহফিল এবং অত্র এসোসিয়েশনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে ।
আমরা কৃতজ্ঞ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত উপস্থিত প্রিয় আ্যলামনাই শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি। প্রতি ব্যাচের প্রাণখোলা উপস্থিতি সত্যি অান্দোলিত করছে.. অনুপ্রাণিত করছে...
ভালোবাসতে সাহস যোগাচ্ছে, নতুন নতুন পরিকল্পনায় প্রেরণা পাচ্ছি।
সবটুকু ব্যর্থতা অামাদের, সফলতাগুলো অাপনাদের। কৃতজ্ঞ সর্বদা। অাবার দেখা হবে ভাল কোন অায়োজনে, ভিন্ন কোন সুখবর নিয়ে।

By 